কবিতার খাতা
যেতে যেতে-সুভাষ মুখোপাধ্যায়

তারপর যে-তে যে-তে যে-তেএক নদীর সঙ্গে দেখা। পায়ে তার ঘুঙুর বাঁধাপরনেউড়ু-উড়ু ঢেউয়েরনীল ঘাগরা। সে নদীর দুদিকে দুটো মুখ।এক মুখে সে আমাকে আসছি বলেদাঁড় করিয়ে রেখেঅন্য মুখেছুটতে ছুটতে চলে গেল। আরযেতে যেতে বুঝিয়ে দিলআমি অমনি করে আসিঅমনি করে যাই।বুঝিয়ে দিলআমি থেকেও…