কবিতার খাতা
তোমাকেই লিখছি-রুদ্র গোস্বামী

পাহাড়ের কথা লিখছিতোমার অভিমান মনে পড়ছে।আকাশ লিখলে মনে পড়ছেতোমার পাখি হওয়ার শখ। আলোর কথা কি লিখিসেখানেও ফুলের মতো হাসছ তুমি।অন্ধকার?সে তো মরে পড়ে আছে তোমার চুলে। মেঘ ভাবতেই, লিখে ফেলছিতোমার কাজল টানা চোখ।আর নদী লিখব কি?শুরুতেই জানতাম তুমি নদী ভালোবাসো।…