কবিতার খাতা
খাঁটি সোনা – সত্যেন্দ্রনাথ দত্ত
মধুর চেয়ে আছে মধুরসে এই আমার দেশের মাটিআমার দেশের পথের ধূলাখাঁটি সোনার চাইতে খাঁটি। চন্দনেরি গন্ধভরা,শীতল করা, ক্লান্তি-হরাযেখানে তার অঙ্গ রাখিসেখানটিতেই শীতল পাটি। শিয়রে তার সূর্য এসেসোনার কাঠি ছোঁয়ায় হেসে,নিদ-মহলে জ্যোৎস্না নিতিবুলায় পায়ে রূপার কাঠি। নাগের বাঘের পাহারাতেহচ্ছে বদল দিনে…