কবিতার খাতা
রুটি দাও – বীরেন্দ্র চট্টোপাধ্যায়

হোক পোড়া বাসি ভ্যাজাল মেশানো রুটিতবু তো জঠরে, বহ্নি নেবানো খাঁটিএ এক মন্ত্র ! রুটি দাও, রুটি দাও ;বদলে বন্ধু যা ইচ্ছে নিয়ে যাও :সমরখণ্ড বা বোখারা তুচ্ছ কথাহেসে দিতে পারি স্বদেশেরও স্বাধীনতা । শুধু দুই বেলা দু’টুকড়ো পোড়া রুটিপাই…