কবিতার খাতা
নিবেদিত বকুল-বেদনা – রুদ্র মোহাম্মাদ শহিদুল্লাহ

একখানা বকুল মালা রেখে গেছি শুধু আমার না-থাকায় আর কিছু না। শুধু এক মৌন ফুলের মোম যেন নিশব্দ আলোর গন্ধচারিদিকে ছড়িয়ে আছে, যেন আলোকিত হয়ে আছে নিজে। আমার অস্তিত্বকে প্রমানিত কোরে গর্বিত বুকঝুলে আছে মৃত বাসি বকুলের হার পুষ্প পালক,…