কবিতার খাতা
দাম্পত্য- প্রমোদ বসু

আমরা দুজনে কপোত কপোতী হলেবাড়িতে বাঁধবো খড়কুটো দিয়ে বাসা।আমরা দুজনে কল-কল্লোলে তবেদুজনে জাগাবো দুর্জনের ভালবাসা। আমাদের কথা জানাজানি হবে খুববকম্ বকম্ স্বরেতে মাতবে বাড়িবলো তো আমরা একবার জীবনেতেকপোত কপোতী কিভাবে যে হতে পারি। মেঘে রোদ্দুরে ভাসাবে তোমার ডানাআমি ঘুরে ঘুরে…