কবিতার খাতা
একা – বীথি চট্টোপাধ্যায়

আমার চোখে বসন্ত দারুণ চৈত্রমাসচতুর্দিকে শিমূল-পলাশ কৃষ্ণচূড়ার ত্রাস। ঝড় উঠেছে নিখুঁত কালো বৃষ্টি ভেজা রাতআঁচল দিয়ে দুঃখ ঢাকি কোথায় তোমার হাত ? তব্ধ যদি ভালোবাসা প্রেমের-কম্পনফিরিয়ে দাও কিশোরীকাল প্রথম চুম্বন। ভালোবাসার আগুন ঝড়ে চাইনি কোনো দামঅশ্রুবিহীন চক্ষু হল প্রেমের পরিণাম।…