কবিতার খাতা
যেতে পারবে ? – রুদ্র গোস্বামী।

এই যে তুমি বার বার চলে যাই বলোধরো তুমি চলে গেছোখানিকক্ষণ পর ফিরে এসে যদি দেখোকষ্টে ভিজে যাচ্ছে আমার বুকআমার চোখের দিকে তাকিয়েতুমি কি তখন মুখ লুকাতে পারবে ?বলো পারবে ? আর এসে দেখো যদিহাতে আমার ভেজা রুমাল,তখনও অপেক্ষায় আমি,যাইনি…