কবিতার খাতা
দেশ দেখাচ্ছ অন্ধকারে-নীরেন্দ্রনাথ চক্রবর্তী

দেশ দেখাচ্ছ অন্ধকারে :এই যে নদী, ওই অরণ্য, ওইটে পাহাড়,এবং ওইটে মরুভূমি।দেশ দেখাচ্ছ অন্ধকারের মধ্যে তুমি,বার করেছ নতুন খেলা।শহর-গঞ্জ-খেত-খামারেঘুমিয়ে আছে দেশটা যখন, রাত্রিবেলাখুলেছ মানচিত্রখানি।এইখানে ধান, চায়ের বাগান, এবং দূরে ওইখানেতেকাপাস-তুলো, কফি, তামাক।দম-লাগানো কলের মতন হাজার কথা শুনিয়ে যাচ্ছ।গুরুমশাই,অন্ধকারের মধ্যে তুমি…