কবিতার খাতা
স্বপ্নজাল-দিলারা হাফিজ
স্বপ্নজাল-দিলারা হাফিজ কী আসে যায় তোমায় যদি হারিয়ে ফেলি স্বপ্ন জালে,হারাতে হারাতে নিঃস্ব যদি হতেই পারিঅনাগত দিন বদলের অপেক্ষাতেকী আসে যায় তাতেই কোনো।জীবন নামের ব্ল্যাকহোলে আর কটা দিনবেশি বেঁচে কীইবা এমন ক্ষতি বৃদ্ধি সাধনাতে?