কবিতার খাতা
তোমাকে অভিবাদন, বাংলাদেশ- সৈয়দ শামসুল হক

তোমাকে অভিবাদন, বাংলাদেশ,তুমি ফিরে এসেছ তোমার মানচিত্রের ভেতরেযার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তেরোশো নদীর ধারা ;তোমাকে অভিবাদন, বাংলাদেশ,তুমি ফিরে এসেছ তোমার করতলে পাঙরাটির বুকেযার ডানা এখন রক্ত আর অশ্রুতে ভেজা ;তোমাকে অভিবাদন, বাংলাদেশ,তুমি ফিরে এসেছ তোমার বৃষ্টিভেজা খড়ের কুটিরেযার ছায়ায়…