কবিতার খাতা
ঈশ্বর – শ্রীজাত।

তোমাকে ঈশ্বর মেনে আমার হয়েছে যত জ্বালা।যক্ষ হয়ে ঘুরে মরছি একই মহল্লায় সারারাতজেগেছে সরাইখানা, দূরে দূরে ম্লান পান্থশালা…প্রতিটি অক্ষর আজও জাতিস্মর কিতাবে মলাট। তোমাকে ঈশ্বর মেনে আমার উড়েছে যত ঘুম।দুঃখকে ডেকেছি রঞ্জ, জ্যোৎস্নাকে জেনেছি মাহতাব…ধার-করা এ জীবনে সবই তো দেনার…