কবিতার খাতা
অভিরূপ তোমাকে-রুদ্র গোস্বামী

ঘরে ফেরা কি এতটা কঠিন?ঘর তো আর আকাশ নয়, ফিরতে গেলে পাখি হতে হয়।পাখির মতো দুটো ডানা থাকতে হয়। পায়ে হেঁটে এত দূরেও যাওয়া যায় অভিরূপ?যেখান থেকে ফিরতে গেলে আকাশ পেরুতে হয়?শূন্য অপেক্ষায়ও একটা খাঁ খাঁ নক্ষত্রের তাপ থাকে অভিরূপতুমি…