কবিতার খাতা
খরা- রুমানা শাওন

একমুঠো বৃষ্টি চাইআর কিছু না হলেও চলবেখরায় পুড়েছে কন্ঠখানিকিভাবে ভালবাসি বলবে? আঁচল পেতেছি ঝড়ো বাতাসের আশায়হতাশ আমি মেঘেদের ভাষায়।আমার হৃদয়ে খট খটে রোদমুখের ভাষায় নিদারুন ক্ষোভ চোখের তারায় শুধুই খরাতোমার আমার নেই বোঝাপড়ামধুমাস তবু নেই মিষ্টতামন এলোমেলো, চায় শিষ্টতা এভাবেই…