কবিতার খাতা
কিছু একটা পুড়ছে – নবারুণ ভট্টাচার্য

কিছু একটা পুড়ছেআড়ালে, বেরেতে, তোষকের তলায়, শ্মশানেকিছু একটা পুড়েছেইআমি ধোঁয়ার গন্ধ পাচ্ছিবিড়ি ধরিয়েছে কেউকেউ উবু হয়ে ফুঁ দিচ্ছে উনুনেকেউ চিতায় তুলে দিয়েছেআন্ত্রিক রোগে মৃত শীর্ণতম শিশুওলট পালট খাচ্ছে জ্বলন্ত পাখিকোথাও গ্যাসের সিলিণ্ডার ফেটেছেকোথাও কয়লাখনিতে, বাজির কারখানায় আগুনকিছু একটা পুড়ছেচার কোনা…