কবিতার খাতা
পৃথিবীতে একদিন – মাহবুব সাদিক
দূরে নীল পাহাড়ের কোলে ঘুমে কাদা শাদা মেঘতার তলে কুয়াশামোড়া ঘরবাড়ি মানবসংসারসেইখানে নীমিল বাদলে ভিজে তরুণ-তরুণীহাসে গান গায়, তাদের হৃদয়-মননেচে ওঠে কেন জলেভেজা পিছল উঠোনে–এই প্রশ্নে নিশ্চুপ থাকে একালের কৌটিল্যরাহয়তো সার্ত্র একা হেঁটে যেতে যেতে মুচকি হেসেপ্রশ্নটা এড়িয়ে যেতেন;পাহাড়ি প্রদেশ…