কবিতার খাতা
তুমি যখন প্রশ্ন করো – মহাদেব সাহা।

তুমি যখন প্রশ্ন করোআমি কি তোমায় ভালোবাসি?অন্ধকারে লুকিয়ে মুখআমি নিজের মনেই হাসি । উত্তরে কি বলবো বলোবিশ্বকোষেও হয়তো নাই,উথালপাথাল খুঁজে মরিকোথায় যোগ্য শব্দ পাই । জানো কি এই প্রশ্নে তোমারহঠাত্ থামে নদীর ধারাআকাশখানি কালো করেমেঘে ঢাকা সন্ধ্যাতারা । তার চেয়েও…