কবিতার খাতা
অনির্বাণ-অমিয় চক্রবর্তী
অনির্বাণ-অমিয় চক্রবর্তীঅনির্বাণ-অমিয় চক্রবর্তী কত মানুষের ব্যথা পুঞ্জ হয়ে মেঘেআকাশে ঘনায় উদ্বেগে।গামান্তের রুদ্ধ বুকে কার কাঁদা,মর্মান্তিক কোপা মৃত্যু-বাধা,জনে জনে জলে ঝড়ে ডোবে নৌকা কত,অনশন-মাঠে আর্ত লক্ষ শত,—তাপর মেঘ উড়ে যায়,শ্রাবণ বর্ষণ রাত যেমন পোহায়।ফিরে রৌদ্র পড়ে মাঠে গ্রামে,নতুন শিশুর ঘরে নব…