কবিতার খাতা
গণতন্ত্র- আদিত্য অনীক

ছেলেটি বললো বাবা গণতন্ত্র কী?বাবা কপালে ভাঁজ ফেলে বললেন,এক কথায় বলা মুশকিল। গণতন্ত্রের আছে অনেক উপাদান,প্রত্যেকের স্বতন্ত্র অবদান। যেমন ধর আমি উপার্জন করি সংসারে টাকা আনি-আমি পুঁজিপতি, সেই টাকা খরচ করে তোমার মা সংসার চালান-তিনি সরকার,তোমার দাদু উপর থেকে সব…