বাবা-মার কাছে – অবশেষ দাস।

কেমন আছেন, সুস্থ সবল ? স্নায়ুর সমস্যাটা?
এখন কি সেই দুপুরবেলায় ঝিঙে আর চারা বাটা?
খুব নড়বড়ে, লাঠি নিয়েছেন?প্রেসারটা ঠিক কত ?
কথায় কথায় হাঁপিয়ে ওঠেন,চিন্তায় থতমত ?
বাজারে আসেন ? বের হন তিনি সভা সমিতির দিনে ?
মনে কি পড়ে না, এই মানুষটি স্বপ্ন দিয়েছে কিনে ?
দিদির জন্যে নিয়ে এসেছেন, কনক চাঁপার শাড়ি?
তখন তুমি তো প্রথম শ্রেণিতে, বড়োজোর পাততাড়ি।

ভুলতে পারি না মলাটের ছবি,বাবা দিয়েছেন এঁকে
বাবার দেখানো জীবনের পথ, এখনও যায়নি বেঁকে।
বাবা বলেছেন, বুক পেতে নিও মানুষের পদধ্বনি
এই পৃথিবীর সকল দেশের মানুষ সোনার খনি।
বাবা বলেছেন, গাল ভরা কথা ফেলে দাও,ওই জলে
এখনও জীবন থমকে দাঁড়ায় বাবা ছাড়া কিছু চলে ?
বাবা থাকবে না,ভাবতে পারি না,কি হবে ভবিষ্যতে
নড়বড়ে হয়ে বাবা পাড়ি দেবে, কালপুরুষের রথে ?

কুশল আছেন, ব্যস্ত ভীষণ নাতি পুঁতি,সংসারে
মাঝে মাঝে বাবা চলে যান একা ডায়মন্ড হারবারে।
নদীর সামনে দাঁড়িয়ে থাকেন, পাশাপাশি সেই তিনি
আমাদের সুখ, ছোটখাটো ব্যথা, জননী মন্দাকিনী।
বাবা ও মায়ের বড়ো সংসার, নেমেছে দুদিকে ঝুরি
সংসার ঘেঁষে আরও সংসার, সংসার গেছে চুরি।
ধবধবে সাদা রাজহাঁস দেখি, মায়ের চোখের জলে
খোলা ময়দানে দখিনা বাতাস নৌকা বিহারে চলে।

বাবার দুহাতে এখনও লাগাম,সংসারে তিনি মাথা
আমরা এখনও বাড়ির উঠোনে গজানো লেবুর পাতা।
মায়ের দুচোখে সংসার হাসে,বাবার দুচোখে নীতি
আমরা শিখেছি সংসার মানে টকঝাল সম্প্রীতি।
গহন আকাশে আষাঢ়ের মেঘ, শ্রাবণের ঘনঘটা
ভীষণ ভাবায় ভাঙা চশমাটা,শাড়ির রঙটা চটা।
পুরানো চেয়ার হাতল ভেঙেছে, বাবা ঠিকঠাক আছে
আমরা এখনও আগের মতোই থাকি বাবা-মার কাছে।

আরো কবিতা পড়তে ক্লিক করুন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x