তুমি আর আমি – মল্লিকা সেনগুপ্ত।

তুমি সুন্দর তাই ভালবাসি
—তুমি লাবণ্য তাই চমকাই

তুমি আকাশের ঝড়বিদ্যুৎ
—তুমি বর্ষার বারিধারা

তুমি বিপ্লব, রণরক্ত
—তুমি মাধুর্যময় ন্যাকামি

তুমি আদিমতা উর্বর
—তুমি রহস্য গুহাচিত্র

তুমি পৌরুষ রাগরক্তিম
—তুমি রমণীয় মৃদুলজ্জা

তুমি বিবাহ বহির্ভূত
—তুমি সিন্দুর শাঁখা আলতা

তুমি ভেবেছিলে কানু সান্যাল
—তুমি ভয় পেয়ে লবণাশ্রু

তুমি প্রতিবিপ্লবে শ্মশানে
—তুমি নিরাপদ গৃহকোটরে

তুমি উস্কানি যত ভাঙনের
—তুমি প্রথানুগ লোকরঞ্জন

তুমি প্রতারণা, ষড়যন্ত্র
—তুমি গালাগাল, তেড়ে খিস্তি

তুমি ঠোঁটকাটা, বড় খিটকেল
—তুমি মেনিমুখো, কান পাতলা

তুমি ফুলে ফুলে মধু খাচ্ছ
—তুমি অপার নিমফোম্যানিয়াক

তুমি ভুলে গেছ মধুচন্দ্র!
—তুমি বাল্যপ্রণয় মানো না!

তুমি একবার ভুল মেনে নাও
—তুমি বুকে হাত দিয়ে বলো তো!

তুমি টিকিট কাটো না সিমলার
—তুমি জামদানি শাড়ি পুজোতে

তুমি তাজবেঙ্গলে সন্ধ্যা
—তুমি ধনেপাতা ঝোল ইলিশের

তুমি চুম্বন উষ্ণতা
—তুমি শীৎকার, প্রিয় শব্দ

তুমি ওইদিকে কেন যাচ্ছ?
—তুমি ওকে কেন চোখ মারলে?

তুমি কোনওদিন শোধরাবে না
—তুমি চিরকাল হিংসুটে

তুমি পরমাণু ধিক্কার
—তুমি ম্যালেরিয়া জ্বর ডেঙ্গু

তুমি নিষ্ঠুর সত্য
—তুমি সুমধুর মিথ্যা

তুমি আবহমানের তর্ক
—তুমি চির প্রেম চির ঝগড়া।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। মল্লিকা সেনগুপ্ত।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x