কবিতার খাতা
খরা- রুমানা শাওন
একমুঠো বৃষ্টি চাই
আর কিছু না হলেও চলবে
খরায় পুড়েছে কন্ঠখানি
কিভাবে ভালবাসি বলবে?
আঁচল পেতেছি ঝড়ো বাতাসের আশায়
হতাশ আমি মেঘেদের ভাষায়।
আমার হৃদয়ে খট খটে রোদ
মুখের ভাষায় নিদারুন ক্ষোভ
চোখের তারায় শুধুই খরা
তোমার আমার নেই বোঝাপড়া
মধুমাস তবু নেই মিষ্টতা
মন এলোমেলো, চায় শিষ্টতা
এভাবেই যদি কেটে যায় দিন
শুধু আমি নয় জেনো, তুমিও বন্ধুহীন।
আশায় আশায় দিন কেটে যায়
রাতও যায় কোন ভাবে
আমার পাড়ে ভেড়ে না তো তরী
শুধু একমুঠো বৃষ্টির অভাবে।