কবিতার খাতা
অক্ষয়-কৃষ্ণেন্দু চক্রবর্তী
অক্ষয় হোক বন্ধন ভ্রাতৃত্বের,
সুখ-দুঃখের সাথী একে অপরের।
অক্ষয় হোক বন্ধন হৃদয়ের,
উদ্ভাসিত করে আবেগ অন্তরের।
অক্ষয় হোক বন্ধন ধরিত্রির,
নিষ্ঠার সাথে পরিচর্যা প্রকৃতির।
অক্ষয় হোক বন্ধন মানবিকতার,
ঘৃণায় ক্লান্ত হতে হবে না জনতার।
অক্ষয় হোক বন্ধন সমৃদ্ধির,
অভুক্ত রবে না কেহ এই পৃথিবীর।