কবিতার খাতা
বন্দী মানবতা, বোবা সমাজ – রুমানা শাওন
ধর্ষণ, আজ এক বিষের নাম,
মানবতা কাঁদে নীরবে, কাঁপে সম্মান।
ক্ষমতার মোহে অন্ধ, চোখ বুজে সবাই,
চারিদিকে হাহাকার , বিচার কোথায় পাই?
ধর্মের দোহাই দিয়ে হয় ছলনা,
নারী তো নারীই—
তার তুলনা কখনো বোন, মা, কখনো ভুল গননা
ধিক্কার এই দেখানো প্রতিবাদ, এই ন্যায়ের ভান—
সমাজ যে সরব! কোথায় তার প্রমাণ?
নীরব দর্শক হয়ে—সব দেখি, সব সই,
ক্ষমতার নেশায় বুঁদ হয়ে, অন্যায়ের স্রোতে বই।
আঁধার ঘনিয়ে এসেছে, আলো আর জ্বলে না,
মানবতা আজ বন্দি, বিবেক হয়েছে খেলনা।
প্রতিবাদের ভাষা থেমে যায়, চিৎকার হয় নিঃশব্দ,
ধর্ষকের উল্লাসে জন্মায় ক্ষতের যন্ত্রনা স্তব্ধ।
নারী আজ খেলার পুতুল
নারী আজ জন্ম নেয়া ভুল ফুল।
ওরা নারীকে নয় সমাজকে করে নগ্ন
আমরা একে অপরে দোষ চাপাতে মগ্ন।
পৈচাশিক আস্ফালনে মানুষ আজ পশু বনে যায়,
আর সমাজ! চুপচাপ দাঁড়িয়ে থাকে, নেয় না এই দায়।
এই নীরবতাই অভিশাপ, এই বোবা চোখই দোষ—
যতক্ষণ না জেগে উঠি, ততক্ষণ আমরাই ধর্ষক।