কবিতার খাতা
পরশ-সানাউল হক খান
আমি আসিও না, যাইও না কাছে
আবেগ শুধু আসা-যাওয়া করে
এই রহস্যের তামাশা জানিয়ে দিই
আগুন পানি বাতাসের অক্ষরে
মাটির পুতুল জীবন্ত হয়ে যায়
আমি অধরা নই, ধরিও না কিছু
যতো স্পর্শকাতরতা ছোটে
চিররহস্যের অন্তরাল থেকে
নিয়তির প্রেম লেগে রয় ঠোঁটে
মৃত ভালোবাসা চোখ মেলে চায়
আমি আসিও না, যাইও না কাছে
আমি অধরা নই, ধরিও না কিছু
আমার তামাশা আসমান জানে
জমিনও জেনেছে সামান্য কিছু
পরশ তাহার ছুঁয়ে-ছুঁয়ে যায়।