জন্মমাধব – মাকিদ হায়দার।

দ্যাখোতো, আমায় আগের মতো
চিনতে পারো কি না?
আমি, সেই আমি
বহু ক্রোশ বহু পথ হেঁটে
এসেছি তোমার কাছে।

বিপন্ন যুবক বলে একদিন যাকে তুমি
অকারণে কাঁদাতে সকাল বিকেল,
তোমার ইচ্ছের শিল্পকলার নায়ে
ভাসিয়ে দিতে অগাধ জলে
সাত সমুদ্রের নীলে
আমি, সেই আমি
চোখে বড়ো তৃষ্ণা নিয়ে ফিরে এসেছি তোমার কাছে।

আমার জাগরণের মধ্যে সব সময় একটা কালো সাপ, আমার স্বপ্নের মধ্যে,
সব সময় একটা দুঃস্বপ্ন
আমাকে তাড়িয়ে ফেরে,
এ প্রাপ্ত থেকে ও প্রান্তে।

ধূসর তিউনিসিয়াতেও মিছিল হয়, হয় বিক্ষোভ,
কণ্টকাকীর্ণ বার্মাতেও ঘুমন্ত মানুষেরা জেগে ওঠে,
আর সবুজ বাংলাদেশে
মানুষের রক্তের ভেতরে
জেগে ওঠে আদিম বিপ্লব,
শুধু তোমাকে একবার নিবিড় করে
পাবার জন্যে।

দ্যাখোতো আমায় আগের মতো চিনতে পারো কি না?
আমি সেই দোহার পাড়ার নলিনী মাধব,
যুদ্ধে পরাজিত পিতার দামাল কিশোর,
ইস্কুল পালানো গোঁয়ার গোবিন্দ ছেলে
সহজে কোনো কিছুতে উঠতো না যার মন,
আর, ছেঁড়া আলখেল্লার মতো
যার কপালের বলিরেখা জুড়ে
শুধু লেখা ছিল
জন্মান্ধ ব্যর্থতা।

আমি, সেই আমি,
অপূর্ণ বাবুর হাত ধরে
ফিরছি নিজ বাসভূমে,
সেই ফেলে যাওয়া
স্মৃতি পথ ধরে।

অপূর্ণ বাবু এ কোন শহরে এলাম,
চারদিকে বড়ো নির্জনতা।
মৃত্যুর মিছিল যেন একটু আগে
চলে গেছে আমাদের পিছে ফেলে।
অথচ, এখন আমার আকণ্ঠ পিপাসা,
জলাশয় কতদূর,
আর কতদূর।

পিতামহ বুকে চুমু দিয়ে আদরের চোখে
বলতেন, নলিনী মাধব,
কোনোকালে তোর মিলবে না তৃষ্ণার জল,
যেমন, মেলেনি আমার,
তাই, ভুলেও যাবিনে কোনোদিন
কোনো সুনীল জলাশয়ের কাছে,
তোর ছায়া তার জলে দেখা দিলে,
মুহূর্তে সে হবে পলাতক,
থেকে যাবে তোর
আকণ্ঠ পিপাসা।

দ্যাখোতো আমায় তোমার চিনতে
কষ্ট হচ্ছে কি না?
আমি সেই আমি
সেই সোনাপাতিলার দিঘির অতল জলে
রাণীমার খোঁজে
ডুবে

যেতে
যেতে

পড়িরা যাকে পাড়ে এনে
খুনির চাকুর মতো মাথার উপরে
ঘুরিয়েছিলো দুপুর বেলা,
যদি প্রাণ ফিরে পাওয়া যায়
এই লোভে।

আমি, সেই আমি,
পালিয়ে এসেছি রক্তাক্ত যুদ্ধক্ষেত্র থেকে
প্রতিদ্বন্দ্বীর যুগল চোখ ফাঁকি দিয়ে।
শুধু তোমাকে একবার ছুঁয়ে দেখার জন্যে।

নিঃশব্দে পালিয়ে এসেছি
শত্রুর জলপাই রঙের
ছাউনির পাশ দিয়ে,
শুধু তোমাকে একবার আলতো করে
ছুঁয়ে দেখবো, দেখবো মুখ,
পবিত্র শরীর।
এসেছি তোমার কাছে, পবিত্র আশ্রয়
পাবো বলে।

ভালো করে দ্যাখো তো আমায়,
আগের মতো চিনতে পারো কি না,
আমি সেই দোহার পাড়ার নলিনী মাধব।

আরো কবিতা পড়তে ক্লিক করুন। মাকিদ হায়দার।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x