কবিতার খাতা
এক অক্ষম পিতার উক্তি – মহাদেব সাহা
তোদের মুখের দিকে তাকালে আমার কষ্ট হয়
এভাবে আর কতো ভেসে বেড়াবি তোরা,
পরীক্ষা নষ্ট হচ্ছে, টিউটোরিয়াল কামাই যাচ্ছে,
আমার কিছুই করার নেই-
আমি বুঝি আমি খুব অক্ষম মানুষ।
এই এতো বড়ো শহরে কোথায় থাকতে দিই তোদের
আমার এই বুক ছাড়া তোদের জন্য
একখণ্ড সবুজ জমি নেই কোথাও-
তোরা কেবল ভাসছিস, তোরা কেবল ভাসছিস,
তোরা কি জানিস তোরা দুজন এই অক্ষম পিতার
দুচোখের মণি!
আমি কি চাই না, তোদের এই শহরের
সবচেয়ে সুন্দর বাড়িটিতে রাখি,
সেজন্যই বুকের মধ্যে স্বপ্ন দিয়ে বানিয়ে রেখেছি
তোদের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ বাড়ি;
এই অক্ষম পিতার কী আর করার আছে
তোদের জন্য স্বপ্নভরা বুকখানি বাড়িয়ে দেয়া ছাড়া।
তোরা তো জানিস, সন্তানের জন্য বাঙালি কবির
চিরদিন দুধভাতের প্রার্থনা;
আমার পাখাও নেই যে তোদের দুজনকে
দুপাখায় নিয়ে আমি বিশ্বচরাচর উড়ে বেড়াবো….
উড়তে উড়তে উড়তে উড়তে এই পৃথিবীর সীমা
ছাড়িয়ে আরেক নতুন স্বপ্নের পৃথিবীতে চলে যাবো আমরা।
আমি মানুষ আমি এই মাটির পৃথিবীকে ভালোবাসি
আকাশ আমার গৃহ নয়, অনন্ত মহাকাশ
আমার আবাসভূমি নয়-
আমি এই পৃথিবীর এককোণে তোদের জন্য
একটু নিরাপদ আশ্রয় চাই।
আরো কবিতা পড়তে ক্লিক করুন এখানে। মহাদেব সাহা ।