থাকুক সেতো আমি ছাড়াই
অনেক ভাল থাকুক
মাঝেমাঝে আমায় ভেবে মনের মধ্যে
একান্তে বসে গোলাপ কলি আকুঁক।
আমি নাহয় চলেই যাবো দূরে কোথাও
ভোরের কোন ট্রেনে
মনে যদি পরে তাকে, কি আর করা
রাখবো না হয় একটু নজর তাহার
টাইমলাইনে।
থাকুক সেতো আমি ছাড়াই
অনেক ভাল থাকুক
মাঝেমাঝে আমায় ভেবে মনের মধ্যে
একান্তে বসে গোলাপ কলি আকুঁক।
আমি নাহয় চলেই যাবো দূরে কোথাও
ভোরের কোন ট্রেনে
মনে যদি পরে তাকে, কি আর করা
রাখবো না হয় একটু নজর তাহার
টাইমলাইনে।