কবিতার খাতা
কালবৈশাখী-কৃষ্ণেন্দু চক্রবর্তী
পশ্চিম আকাশে কালো মেঘের গুরুগুরু,
এই বুঝি কালবৈশাখী ঝড় হবে শুরু।
আকাশে প্রচন্ড শব্দে বিদ্যুতের ঝলকানি,
বজ্রপাতের আতঙ্কে বুকে ধরে কাঁপুনি।
ঝড়ের দাপটে ঘর হয়তো যাবে উড়ে,
তাল গাছ দাঁড়িয়ে আছে মাথা হেঁট করে।
ঝঞ্ঝার ঔদ্ধত্যে বিনাশের ঘন্টা বাজে,
ধরিত্রী সেজেছে আজ বিধ্বস্তের সাজে।
গ্রীষ্মের প্রখর তাপে তৃষ্ণায় কাতর সবে ,
পুকুর নদীর জল গিয়েছে যে উবে।
বৈশাখের বৃষ্টি আনে স্বস্তি তৃষিত হৃদয়ে,
তপ্ত পৃথিবী জেগে উঠে সবুজের পরিচয়ে।
বৈশাখের বৃষ্টি দেয় শীতলতার ছোঁয়া,
দাবদাহ থেকে মুক্তি দেয় ঝড়ের হাওয়া।
মেঘ গর্জনের শব্দে আহত হয় কান,
বিজলির উজ্জ্বল দীপ্তিতে শিহরিত প্রাণ।
প্রকৃতি নাচে আজ সৃষ্টি ধ্বংসের উল্লাসে,
পৃথিবী সিক্ত আজ বৃষ্টি ধারার উচ্ছ্বাসে।
প্রাকৃতিক ভারসাম্য রয়েছে সৃষ্টিতে,
উর্বরতা ফিরে আসুক বৈশাখের বৃষ্টিতে।