কবিতার খাতা
বৃক্ষ-কবিতা সিংহ
বার বার বৃক্ষই কেবল
বৃক্ষই আমার কাছে ফিরে ফিরে
আসে প্রত্যয়ের মতো
এমন প্রত্যয় আর বৃক্ষশাখা ভিন্ন কোথা রাখি
বৃক্ষই আমার সব
আমার সবেকী!
আমার জন্মের মধ্যে রয়ে গেছে তরুর ইশারা
বীজ থেকে ক্রমে আমি হাড়ে মাংসে শোণিতে মজ্জায়
চোখে কানে সঞ্চারিত হই
আমি যাই পত্রগুচ্ছের দিকে ফুলে ও পাপড়িতে যাই
বহিরঙ্গে আকাশে বাতাসে
তারপর বীজ ওড়ে আমার নিজের বীজ বাতাসে বাতাসে
আমার কথারা যায় আমি যাই ইচ্ছাগুলি যায়
সব যায় দিকে ও বিদিকেআর তারও পর
আমি ফিরে আসি
নিজেকে সংবৃত করি সংকুচিত একেলা একাকী
বৃক্ষেরই দৃষ্টান্তে ফিরে আসি
বৃক্ষের দৃষ্টান্তে হই একা
বহিরঙ্গ ঢেকে ফিরি অন্তরঙ্গ গূঢ় মৃত্তিকায়
বৃক্ষ থেকে শিখে নিই বাহিরে ভিতরে
এইসব মনোময় অঙ্গময় প্রাণময় বাঁচা!