ফাল্গুন-অশোক বিজয় রাহা

ছিটকিনি নড়ে উপরের জানালায়,
একটু কবাট ফাঁক,
চুড়ির ঝিলিক একটু আলোর চিড়
দুই খানি শাদা হাত :
দুইটি কবাট দুই দিকে স’রে যায়
গোধূলির আলো পাখা ঝাপটায় চোখে-মুখে-বুকে এসে
ধু-ধু হাওয়া খেলে এলোচুলে, পর্দায়।

নদীর ও-পারে আকাশে আবির-ঝড়,
আলতা গলেছে জলে,
হাওয়া-জানালায় চোখে-মুখে কাঁপে ঝিকিমিকি আবছায়া,
ধু-ধু হাওয়া এলোচুলে,—–

দূরে এক কোণে পলাশের ডালে আগুন লেগেছে চাঁদে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x