কবিতার খাতা
কাশ্মীরি খেমটা-অমৃতলাল বসু
টুকটুকে তোর পা দুখানি, আলতা পরাই আয়।
চটক দেখে অবাক হয়ে, থাকবি সুখে তায়।
আগে করবি যতন পায়ে, শেষেতে সোনা গায়ে,
পা-দুখানি ধরলে পরে, মুখের পানে চায়।
সোনেলা আঙুলগুলি, অ ফুট চাঁপা কলি,
তুলি করে আলতা দিলে বাহার খুলে যায়,
ঘুরে ফিরে মনচোরা লুটিয়ে পড়ে পায়।