মিনারে রক্তের গন্ধ- রুমানা ইয়াসমিন শাওন
মসজিদে-মন্দিরে কান্না আছে জমে,
পবিত্র গ্রন্থে লেগে আছে ধুলো-রক্তের ছাপ।
নামাজ কাঁপে বোমার শব্দে,
প্রার্থনার হাত এখন অস্ত্রের মুঠোফোন।
গাজায় শিশু কাঁদে
গলায় আটকে থাকা কষ্ট চেপে ধরে বুক,
জলন্ত জয়তুনের ডালে লেখা হয় নতুন ইতিহাস।
কাশ্মীরের নদী আজ লাল সাক্ষ্য দেয়,
জীবন গল্পের পাতা ঝরে যায় গুলির শব্দে।
বনের দেবতার চোখে জল, আদিবাসীদের ঘরে আগুন,
মাটি-জমিনের দলিল পুড়ে ছাই—সভ্যতার পাথরে।
“খোদা” আর “ভগবান” নামের পাথর ছুড়ে,
আমরা মেরে ফেলি নিজেদেরই ছায়াকে।
এই পৃথিবী আজও ধর্মের কাগজে মোড়া,
মানুষের পরিচয় হারিয়ে যায় মেঘে ঢাকা সূর্যের মতো
যখন প্রার্থনা শুধু শোকের ফসল ফলায়,
কোন স্বর্গে বাস করবো আমরা
নাকি এই নরকেই চিরকাল!
মিনারে জ্বালো আলো, মন্দিরে জ্বালো প্রাণ—
মানুষের হৃদয়ে গেঁথে দাও মমতার বর্ণমালা।
ধর্ম যেন হয় স্রোতহীন নদী ,
হয় সবার পথে মিলনের সাঁকো,
পৃথিবীটা মানুষের হোক—
উজ্জ্বলতা জাগাক শান্তির রোদ্দুরে ।
(কাশ্মীরের ঘটনায় মন বিক্ষিপ্ত, একটু হালকা হওয়ার চেষ্টায়) ২৩.০৪.২০২৫