কবিতার খাতা
মানুষবাঙ্গালী – মুহাম্মদ নুরুল হুদা
মানুষ আমরা বাঙালি আমরা স্বাধীন বাংলাদেশে,
মানুষবাঙালি মুক্তস্বাধীন শতশতাব্দী শেষে;
অমিতসাহসী প্রমিতবাঙালি শেখ মুজিবের বেশে।
নিকষিত যার মানবস্বরূপ মা-সায়েরার ঘরে,
বিকশিত তার রূপ অপরূপ শতশতাব্দী ধরে;
মুক্তিযুদ্ধে শহিদেরা প্রাণ দিয়ে গেলো অকাতরে।
এই বাংলার মাটি পরিপাটি সোনার চেয়েও খাঁটি,
ঘুমায় বাঙালি এ মাটির বুকে বিছিয়ে শীতলপাটি;
নাই নাই ভয়, আছে শুধু জয়, জয় দুর্জয় ঘাঁটি।
গোলাভরা ধান মাঠভরা গান শস্যের সমাহার,
শান্তিসুখের এই বাংলায় সম্প্রীতি বেশুমার;
উদয়শপথে কাটে পথে পথে মনের অন্ধকার।
শুরুর আগেও শুরু থেকে যায়, যায় না সহজে চেনা,
বর্তমান ও অতীতের মাঝে কত সেতু-লেনাদেনা;
অনাদিকালের পারানির কড়ি সম্বল বেচাকেনা।
ইতিহাস শুরু লিখিত যখন, তারো আগে ইতিহাস,
গুহা ছেড়ে ঘরে পললভিটায় বঙ্গজাতির বাস;
ঋতুতে ঋতুতে রীতিতে রীতিতে সব ফসলের চাষ।
রাঢ় হরিকেল বন উপবন সমতট আসমান,
মিলেছে এখানে নদীদিগন্ত মোহনায় ধাবমান;
ওড়ে প্রজাপতি, পরিযায়ী ডানা, আলপথ বহমান।
কত পথ শেষে কত দিক থেকে পথিক মিলায় বুক,
বাংলামায়ের স্নেহশীলা বুকে ব্যাকুল আপন মুখ;
জগৎমানুষ মিলেছে এ বুকে, মিলনেই মূল সুখ।
মিলিতবাঙালি প্রমিতবাঙালি ঘর তার চরাচর,
কাঁটাতারহীন বিশ্বরাষ্ট্রে সব ঘর তার ঘর;
পরস্পরের পরমাত্মীয়, কেউ নয় কারো পর।
মিলিতবাঙালি বিজয়ী বাঙালি বিশ্বমানুষ আজ;
সব দেশ তার আপন স্বদেশ, মাথায় মুক্তি-তাজ।