ঝিঙে ফুল (কবিতা) – কাজী নজরুল ইসলাম Jhinge ful poem

‘ঝিঙে ফুল! ঝিঙে ফুল!

সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙে-কুল—

ঝিঙে ফুল।

গুল্মে পর্ণ

লতিকার কর্ণে

ঢল ঢল স্বর্ণে

ঝলমল দোলে দুল—

ঝিঙে ফুল।

পাতার দেশের পাখী বাঁধা হিয়া বোঁটাতে,

গান তব শুনি সাঁঝে তব ফুটে ওঠাতে।

পউষের বেলা শেষ

পরি’ জাফরানি বেশ

মরা মাচানের দেশ

ক’রে তোল মশগুল—

ঝিঙে ফুল।

শ্যামলী মায়ের কোলে সোনামুখ খুকু রে

আলুথালু ঘুমু যাও রোদে-গলা দুকুরে।

প্রজাপতি ডেকে যায়—

‘বোঁটা ছিঁড়ে চ’লে আয়।’

আসমানের তারা চায়—

‘চ’লে আয় এ অকূল!’

ঝিঙে ফুল।।

তুমি বল—’আমি হায়

ভালোবাসি মাটি-মায়,

চাই না ও অলকায়—

ভালো এই পথ-ভুল।’

ঝিঙে ফুল।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *