আমাকেতুমিদাঁড়করিয়েদিয়েছবিপ্লবেরসামনে-ফরহাদ মাজহার

আমাকেতুমিদাঁড়করিয়েদিয়েছবিপ্লবেরসামনে-ফরহাদ মাজহার

আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছ ইতিহাসের সামনে
আমার কাঁধে দিয়েছ স্টেনগান, কোমরবন্দে কার্তুজ,
            আঙ্গুল ভর্তি ট্রিগার,
বারুদে বিস্ফোরণে উৎকর্ণ আমার শ্র“তি
            আমার দৃষ্টিতে ভবিষ্যত
আমি সেই ভবিষ্যতের দিকে নিশানা তাক করে উঠে দাঁড়িয়েছি
আমার গন্তব্য ফুটে উঠেছে প্রতিটি রাস্তায়
             প্রতিটি রাজপথে
             প্রতিটি আয়ল্যান্ডে
মোড়ে মোড়ে টগবগ করে উঠছে লাল ঝান্ডা
             তারা আমাকে ট্রাফিক নির্দেশ দিচ্ছে
আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছ পরিবর্তনের সামনে
             এখন আমার আর ফেরার উপায় নেই।
আমার এখন তৈরী হবার সময়-
আমি মিস্ত্রির মতো নিজেকে মেরামত করে নিচ্ছি
র‌্যাঁদায় ঘষে, করাতে কেটে, ধারালো বাটালি দিয়ে আস্তে আস্তে
নিষ্ঠুর অস্ত্রোপচারে খসে যাচ্ছে আমার দোদুল্যমানতা
আমার নড়বড়ে পিছুটানগুলোকে পেরেক মেরে গেঁথে এসেছি পেছনে
            পরিত্যক্ত করিডোরে
            আমার এখন তৈরী হবার সময়।
আমি মজবুত করে নিচ্ছি আমার নাজুক ইন্দ্রিয়ের গ্রন্থি
            নতুন করে বুনে নিচ্ছি আমার স্নায়ুতন্ত্র
            আমি জেগে উঠছি নিজের ভেতর থেকে নিজে
আমার মাথায় তুমি পরিয়ে দিয়েছ অভ্যুদয়ের মুকুট
            ভবিষ্যত আমাকে অভিবাদন জানাচ্ছে
বড়ো দীর্ঘকাল আমি অপেক্ষা করে ছিলাম
উত্তাল উনসত্তুর আমাকে ডেকে এনেছে রাস্তায়
প্রণয়ীর মতো মাটিকে আলিংগনে বেঁধে রাখে যে চাষা
            তার ঔরষে আমার জন্ম
প্রতিটি কৃষক বিদ্রোহে আমি ছিলাম উলংগ শড়কির হিংসা
পলাশীর আম্রকাননে আমি ছিলাম মীরমদনের তলোয়ার
            ১৮৫৭ র সিপাহী বিদ্রোহী বিদ্রোহের কার্তুজ
আমি ছিলাম তীতুমীরের বাঁশের কেল্লা
            ইংরেজের বিরুদ্ধে ওয়াহাবীদের ঘৃণা
একাত্তরে শত্র“ভুক স্টেনগানের বঙ্কিম ভংগী নিয়ে
            ঘুরে বেড়িয়েছি মুক্তিযোদ্ধাদের সংগে
তরুণ বিপ্লবীর সশস্ত্র তৎপরতা নিয়ে
            ছড়িয়ে আছি গ্রামে গ্রামে
            শহরে শহরে
                         বন্দরে বন্দরে
                                       সর্বত্র-
আমার গন্তব্য ফুটে উঠেছে প্রতিটি রাস্তায়
             প্রতিটি রাজপথে
             প্রতিটি আয়ল্যান্ডে
মোড়ে মোড়ে টগবগ করে উঠছে লাল ঝান্ডা
             তারা আমাকে ট্রাফিক নির্দেশ দিচ্ছে
আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছ বিপ্লবের সামনে
             এখন আমার আর ফেরার উপায় নেই।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x