কবিতার খাতা
কামাল পাশা-কাজী নজরুল ইসলাম
ঐ ক্ষেপেছে পাগ্লী মায়ের দামাল ছেলে কামাল ভাই,
অসুর-পুরে শোর উঠেছে জোর্সে সামাল সামাল তাই!
কামাল! তু নে কামাল কিয়া ভাই!
হো হো কামাল! তু নে কামাল কিয়া ভাই!
সাব্বাস্ ভাই! সাব্বাস্ দিই, সাব্বাস্ তোর শম্শেরে|
পাঠিয়ে দিলি দুষ্মনে সব যম-ঘর একদম্-সে রে!
বল্ দেখি ভাই, বল হাঁ রে,
দুনিয়ায় কে ডর্ করে না তুর্কীর তেজ্ তলোয়ারে?
খুব কিয়া ভাই খুব কিয়া!
বুজ্দিল্ ঐ দুষ্মন্ সব বিলকুল্ সাফ হো গিয়া!
খুব কিয়া ভাই খুব কিয়া,
হুর্রো হো!
হুর্রো হো!
দস্যুগুলোয় সাম্লাতে যে এম্নি দামাল কামাল চাই!
কামাল! তু নে কামাল কিয়া ভাই!
হো হো কামাল! তু নে কামাল কিয়া ভাই!
(সংক্ষেপিত)