কবিতার খাতা
বোহেমিয়ান হতে চেয়েছিলাম- রুমানা শাওন
বোহেমিয়ান হতে চেয়েছিলাম,
এক মুঠো হাওয়া হতে চেয়েছিলাম
চেয়েছিলাম খালি পায়ে শিশির জড়ানো ঘাসে পা রাখতে
বিনা কারণেই কোনো ট্রেন ধরে দূরেএএএএএ চলে যেতে।
চেয়েছিলাম—
সন্ধ্যা হলে শহরের ভিড়ে হারিয়ে যাই,
বন্ধুদের সঙ্গে চা-ভাষার আড্ডায় কবিতা আওড়াই,
দুপুরবেলা শুয়ে থাকতে খোলা জানালার পাশে
একটা বই, কিছু কবিতা, আর আমি।
কিন্তু বাস্তবতার দেয়ালে হঠাৎ কপাল ঠুকে যায়
দায়িত্বের শিকলে টান পড়ে পায়ের গোড়ালি,
সংসারের হিসেবেরা বলে—
“সময় কোথায়, যেটুকু আছে, কাজে লাগাও”
তবু ভিতরে ভিতরে
একটা মেয়ে এখনো কল্পনায় ছুটে চলে,
সে পাহাড়ে যায়, সে সাগরে নামে,
সে পাতার পর পাতা চিঠি লিখে কল্পনায়
যেখানে
সে বাঁচে,
নিজের মতো করে—
যেমন বাঁচার কথা ছিল,
যেমন বাঁচার অধিকার ছিল।