কবিতার খাতা
পৃথিবীতে একদিন-মাহবুব সাদিক
দূরে নীল পাহাড়ের কোলে ঘুমে কাদা শাদা মেঘ
তার তলে কুয়াশামোড়া ঘরবাড়ি মানবসংসার
সেইখানে নীমিল বাদলে ভিজে তরুণ-তরুণী
হাসে গান গায়, তাদের হৃদয়-মন
নেচে ওঠে কেন জলেভেজা পিছল উঠোনে–
এই প্রশ্নে নিশ্চুপ থাকে একালের কৌটিল্যরা
হয়তো সার্ত্র একা হেঁটে যেতে যেতে মুচকি হেসে
প্রশ্নটা এড়িয়ে যেতেন;
পাহাড়ি প্রদেশ থেকে আমি নেমে আসি সমতলে
আবছায়া ঘিরে আসে আমারও হৃদয়ে,
রোদের তলায় তেতে আছে চারপাশ– ঘাসজমি
বাতাসে ধোঁয়ার গন্ধ, দূরাগত কান্না, আর্ত কোলাহল
জীবনের বিষ অপচ্ছায়ার মতো ঝুলছে বাতাসে
পেণ্ডুলামের মতো দোল খাচ্ছে আবিরাম,
নাকি এই অপচ্ছায়া সভ্যতারই কাছ থেকে পাওয়া
আপাতত ঝুলে আছে সর্বনাশা আমার হৃদয়ে?
তবু বলি সর্বনাশ ঘিরে ঘিরে গান হোক পরিশুদ্ধ
নাচ হোক কংক্রিট উঠোনে
করুণাধারার মতো শ্রাবণধারায় ধুয়ে যাক সর্বনাশ
কুপিতের হৃদয়তাপ, অশুভের অপচ্ছায়া–
পৃথিবীতে একদিন এসে যাবে মহৎ মানব।