পথে পথে-রবিউল হুসাইন

পথে পথে-রবিউল হুসাইন

বিধি আমার বামে থাকে বাস্তবতা ডানে
সুখের ভেতর দুঃখ কষ্ট অনেকখানি টানে

একটু একটু করে যখন একলা পথে চলি
কেউ আসে না ধারে কাছে কোনো কুসুমকলি

পথে পথে পা বাড়িয়ে যখন দূরে যাই
আশেপাশে কেউ থাকে না নিরাশ অসহায়

নিঃস্ব আমি হতে পারি হতাশাবাদী নই
স্বপ্ন-সুতোর চাদর গায়ে চলছি অবশ্যই

একদা এই দেশে চিলো সেই কাপড় মসলিন
ভিন্নভূমির দস্যুহেতু উধাও চিরবিলীন

অত্যাচারীর বিফলধ্বজা ওই প্রান্তে পোড়ে
চিরকালের পুন্যস্রোত উজ্জল সারাৎসারে

এমনি করেই চলছে সময় নিবিড় দুর্নিবারে
মানস-মনন গঠন-পঠন গভীর পারাপারে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x