দুঃস্বপ্নের ফাঁসি- রুমানা ইয়াসমিন শাওন
আমি আমার দুঃস্বপ্নের ফাঁসি চাই—
যে স্বপ্ন আমাকে জাগিয়ে রাখে রাতে,
মনে করায় প্রতিটি বিশ্বাসঘাতকতা,
বঞ্চনা, প্রতারণা, আর ঘৃণার আড়ালে
লুকিয়ে থাকা ক্ষণিকের ভালোবাসার ছায়া।
যে স্বপ্ন চোখে আঙুল দিয়ে দেখায়
আমার অপূর্ণতা, ব্যর্থতা,
আর অবিরাম না-পাওয়ার যন্ত্রণা—
আমি চাই তার মৃত্যু।
বাঁধো তার হাত-পা, ঝুলাও ফাঁসির দড়িতে,
কেটে ফেলো শিরা-উপশিরা।
তারপর পোড়াও সেই দেহ,
ভস্ম করে ছড়িয়ে দাও যুদ্ধবিমানে—
হোয়াইট হাউজে, ট্রাম্পের গায়ে,
কিংবা ইজরায়েলের মাটিতে,
যেন প্রতিটি কণা হয়ে ওঠে
একেকটা অভিশাপ,
ফিরে ফিরে আসে তাদের রাতের আঁধারে,
ভয়ে জাগিয়ে রাখে চোখ—
যেন ইজরায়েলের প্রতিটি নাগরিক
ক্ষণে ক্ষণে দুঃস্বপ্নে কেঁপে ওঠে,
আর আমি পাই নিশ্চিন্ত ঘুমের নীরবতা।
স্বপ্নের মৃত্যুই হোক আমার বিজয়গাথা।