কবিতার খাতা
জপে সে নাম প্রতি ধুলিকণা অবিরত-জাহানারা আরজু
বিক্ষুব্ধ এই বিশ্বটা যখন টগবগ করে ফোটে,
বিভ্রান্ত মানুষরা যখন ভুলে যায় নিজ নাম।
জীবনের দহন রৌদ্দুরে ছুটে যায় অবিরাম,
তাপিত তৃষ্ণায় মেঘছায়া যাচে, দিশেহারা ছোটে
পাল ছেঁড়া নাবিকের মতো। কখনো সে রাত্রিদিন
ঘোলাটে দু’চোখে খোঁজে কোথায় রয়েছে বাতিঘর,
ঝড় বন্যায় ভেসে যায় যত স্বপ্নের বালুচর
কোথায় সে পথিক পা রাখবে, কোথায় সে পদচিন।
তবুও কে যেন বলছে শাশ্বত সেই বাণী।
হারাবেনা কিছুই, রয়েছি হৃদয়ের কাছাকাছি,
দুঃসহ ব্যথার সব ক্লান্তি ঘোচাতে আমি আছি,
আনত বিশ্বাসে খুলে দাও ও দৃষ্টির পর্দাখানি!
যে দিকে তাকাও সে দিকেই আমি রয়েছি ছেয়ো
দৃষ্টির ওই পর্দাটুকু ঘুচায়ে দেশ শুধু চেয়ে।