ক্যাম্পিং-হাবিবুল্লাহ সিরাজী

ক্যাম্পিং-হাবিবুল্লাহ সিরাজী

পাতা খবর নিচিলো হাওয়ার
বাসের অপেক্ষা করছিলো মেয়েটি
দুজনেই কাস্টিং-এ যাবে
বিকেলের ঘাড়ে চড়ে সাত ডিগ্রি
চোঁরছিলে ঢুকে পড়লেও
দু’জনে দ্বিধায় তাঁবু কি এখানে পড়বে ?

সবুজ কি পোষাক বদলায়? বোঝা যায় না
স্রোত কি পাথরখণ্ড স্পর্শ করে ? দেখা যায় না
হাতঘড়ি, জোড়োরুটি আর ম্যাচবক্স
ঘুকুরের চোখের মতো দেখছে
পিঁপড়ে ও ঘাসে যা চাঞ্চল্য
ক্যাম্প শুরু হয়ে গেলো!

হাওয়া খবর নিচ্ছিলো পাতার
বাস মেয়েটির
তাপমাত্রার ভেতর যে আগুন-বরফ
প্রস্তুত করছিল টার্কি ও সালাদ
ক্যাম্পিং চলছে

ভোরটি হুইলচেয়ারে ব’সে বাসে উঠলে
ব্রেকফাসেট টেবিলের জন্য চিত্র সংগ্রহ করে মেয়ে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x