অভুক্ত শিশু-কৃষ্ণেন্দু চক্রবর্তী

অভুক্ত শিশু-কৃষ্ণেন্দু চক্রবর্তী

অভুক্ত শিশুটি দাঁড়িয়ে আছে পথে,
পরিচিত সে ছিন্ন পোশাকের সাথে।
কেউ নেয়নি শিশুটির দায়িত্ব কাঁধে।

পথচলা দায় গাড়ির ভিড়ে,
উড়ছে টাকা  সুরার আসরে,
বিলাসিতা আজ চূড়ার শিখরে।
উদ্বৃত্ত খাবারে দেহে মেদ জমে,
মেদ ঝরাতে অনেকে ছুটে জিমে,
রিকশা চালক খাবার জুটায় ঘেমে,
অভুক্তরা খাবার পায় ডাস্টবিনে নেমে।
এই আজব দেশের কথা বলব ভাই,
বৈষম্যের কর্মকাণ্ডে তুলনা তার নাই।
চিকিৎসার অভাবে মৃত্যু পথযাত্রী দেশে,
ধনবানের ভুড়ি কমাতে ডাক্তার পাশে।

বিশাল দেশের নাগরিক মোরা,
ধনধান্যে ভরা আমাদের বসুন্ধরা,
সকলের জন্য সুখ এখানে অধরা,
সকলের দুঃখে সমব্যথী নই মোরা।
অন্তর থেকে উড়ে গেছে ভালোবাসা,
সমাজকে  গ্রাস করে চলেছে হতাশা,

এখনো মরে যায়নি আমাদের আশা,
মন থেকে নির্বাসিত হবে সব নিরাশা।
সোনার দেশে জন্মেছে যারা,
ভাই বোন হয় সকলে তারা।
অভুক্ত কাউকে দেখব না আর,
শক্ত হাতে ধরব হাল নৌকার।
একই নৌকার সহযাত্রী সকলে,
সবার উদ্যোগ যাবে না বিফলে,

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x