রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর কবিতা

জন্ম তারিখ: ১৬ অক্টোবর ১৯৫৬
জন্মস্থান: বরিশাল, বাংলাদেশ
মৃত্যু: ২১ জুন ১৯৯১
সমাধি: মিঠেখালি, মংলা, বাগেরহাট, বাংলাদেশ
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত কবি, যিনি তাঁর কবিতায় প্রেম, প্রতিবাদ ও সমাজবোধের শক্তিশালী প্রকাশ ঘটিয়েছেন।
তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে ‘উপদ্রুত উপকূল’ (১৯৭৯), ‘ফিরে চাই স্বর্ণগ্রাম’ (১৯৮১), ‘মানুষের মানচিত্র’ (১৯৮৪), ‘ছোবল’ (১৯৮৬), ‘গল্প’ (১৯৮৭), ‘দিয়েছিলে সকল আকাশ’ (১৯৮৮) এবং ‘মৌলিক মুখোশ’ (১৯৯০)।
তিনি ‘ভালো আছি ভালো থেকো’ গানটির জন্য বিশেষভাবে স্মরণীয়, যা পরবর্তীতে বিভিন্ন বাংলা চলচ্চিত্র ও নাটকে ব্যবহৃত হয়েছে।
রুদ্র ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা এবং ১৯৭৫ সালের পরের সবকটি সরকারবিরোধী ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
তাঁর কবিতায় মুক্তিযুদ্ধ, দেশপ্রেম, গণআন্দোলন, ধর্মনিরপেক্ষতা ও অসাম্প্রদায়িকতার চেতনা গভীরভাবে প্রতিফলিত হয়েছে।
তিনি ১৯৮০ সালে মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার এবং ২০২৪ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত হন।

ইশতেহার-রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ।

ইশতেহার-রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ।

ইশতেহার কবিতা – রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ | বাংলা কবিতা বিশ্লেষণ ইশতেহার কবিতা সম্পর্কে সম্পূর্ণ বিশ্লেষণ…

সম্পুর্ণ পড়ুন ইশতেহার-রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ।
অনিদ্রার শোকচিহ্ন -রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ।

পরাজিত নই পলাতক নই- রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ।

আর যাই হোক পলাতক নই-হয়তো পারিনি জীবনের সব প্রাপ্য মেটাতেহয়তো অনেক অনিয়ম এনে গড়েছি নিয়মহয়তো…

সম্পুর্ণ পড়ুন পরাজিত নই পলাতক নই- রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ।
প্রেম – শুভ দাশগুপ্ত।

ফুলের কৃষ্ণপক্ষ – রুদ্র মোহাম্বাদ শহিদুল্লাহ।

ফুলের কৃষ্ণপক্ষ – বিশ্লেষণ ও ব্যাখ্যা কবি রুদ্র মোহাম্মদ শহিদুল্লাহ’র কবিতা “ফুলের কৃষ্ণপক্ষ” একটি গভীর,…

সম্পুর্ণ পড়ুন ফুলের কৃষ্ণপক্ষ – রুদ্র মোহাম্বাদ শহিদুল্লাহ।
প্রতিরোধ - আবু হেনা মোস্তফা কামাল।

ঘোষনা : ১৯৮৪ – রুদ্র মোহাম্মাদ শহিদুল্লাহ

ঘোষনা : ১৯৮৪ কবিতা – রুদ্র মোহাম্মাদ শহিদুল্লাহ ঘোষনা : ১৯৮৪ – রুদ্র মোহাম্মাদ শহিদুল্লাহ…

সম্পুর্ণ পড়ুন ঘোষনা : ১৯৮৪ – রুদ্র মোহাম্মাদ শহিদুল্লাহ
ইশতেহার-রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ।

মা-র কাছে ফেরা -রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

ওখানে ভীষণ খরায় ফসলের চরাচরে পাখা মেলে বোসেছে একবন্ধ্যার বাজপাখি, তার ঠোঁটের বিষ আমার রক্তের…

সম্পুর্ণ পড়ুন মা-র কাছে ফেরা -রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

কথা ছিলো সুবিনয় – রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

কথা ছিলো রক্ত-প্লাবনের পর মুক্ত হবে শস্যক্ষেত,রাখালেরা পুনর্বার বাশিঁতে আঙুল রেখেরাখালিয়া বাজাবে বিশদ।কথা ছিলো বৃক্ষের…

সম্পুর্ণ পড়ুন কথা ছিলো সুবিনয় – রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
নিবেদিত বকুল-বেদনা - রুদ্র মোহাম্মাদ শহিদুল্লাহ

নিবেদিত বকুল-বেদনা – রুদ্র মোহাম্মাদ শহিদুল্লাহ

কবিতা “নিবেদিত বকুল-বেদনা” – রুদ্র মোহাম্মাদ শহিদুল্লাহ: একটি পূর্ণাঙ্গ বিশ্লেষণ রুদ্র মোহাম্মাদ শহিদুল্লাহর “নিবেদিত বকুল-বেদনা”…

সম্পুর্ণ পড়ুন নিবেদিত বকুল-বেদনা – রুদ্র মোহাম্মাদ শহিদুল্লাহ
অবেলার ডাক - কাজী নজরুল ইসলাম।

ভালবাসার সময় তো নেই – রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ।

ভালবাসার সময় তো নেইব্যস্ত ভীষণ কাজে,হাত রেখো না বুকের গাঢ় ভাঁজে। ঘামের জলে ভিজে সাবাড়করাল…

সম্পুর্ণ পড়ুন ভালবাসার সময় তো নেই – রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ।

বাতাসে লাশের গন্ধ – রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই,আজো আমি মাটিতে মৃত্যুর নগ্ননৃত্য দেখি,ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজো…

সম্পুর্ণ পড়ুন বাতাসে লাশের গন্ধ – রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ