
পরানের পাখি-হেলাল হাফিজ
পরানের পাখি তুমি একবার সেই কথা কও, আমার সূর্যের কথা, কাঙ্ক্ষিত দিনের কথা, সুশোভন স্বপ্নের কথাটা বলো, শুনুক মানুষ। পরানের পাখি তুমি একবার সেই কথা কও, অলক্ষ্যে কবে থেকে কোমল পাহাড়ে বসে এতোদিন খুঁটে খুঁটে খেয়েছো আমাকে আর কতো কোটি…