কবিতার খাতা
অবাক সূর্যোদয়– হাসান হাফিজুর রহমান
অবাক সূর্যোদয়– হাসান হাফিজুর রহমান কিশোর তোমার দুইহাতের তালুতে আকুল সূর্যোদয়রক্ত ভীষণ মুখমণ্ডলে চমকায় বরাভয়।বুকের…
জন্ম তারিখ: ১৪ জুন ১৯৩২
জন্মস্থান: জামালপুর, তৎকালীন ব্রিটিশ ভারত (বর্তমান বাংলাদেশ)
মৃত্যু: ১ এপ্রিল ১৯৮৩
সমাধি: প্রযোজ্য তথ্য পাওয়া যায়নি
হাসান হাফিজুর রহমান ছিলেন একজন প্রথিতযশা বাংলাদেশি কবি, সাংবাদিক ও সমালোচক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে বিএ (১৯৫১) এবং এমএ (১৯৫৫) ডিগ্রি অর্জন করেন। তাঁর কর্মজীবন শুরু হয় ১৯৫২ সালে সাপ্তাহিক বেগম পত্রিকায় সহকারী সম্পাদক হিসেবে। পরবর্তীতে তিনি সওগাত, ইত্তেহাদ, দৈনিক পাকিস্তান এবং স্বাধীনতার পর দৈনিক বাংলায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ১৯৭২ সালে তিনি দৈনিক বাংলার সম্পাদকমণ্ডলীর সভাপতি নিযুক্ত হন। ১৯৭৩ সালে তিনি মস্কোস্থ বাংলাদেশ দূতাবাসে প্রেস কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৮ সালে তিনি ‘মুক্তিযুদ্ধের ইতিহাস প্রকল্প’-এর পরিচালক নিযুক্ত হন এবং তাঁর সম্পাদনায় ১৬ খণ্ডে ‘বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ: দলিলপত্র’ প্রকাশিত হয়। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে ‘বিমুখ প্রান্তর’ (১৯৬৩), ‘আধুনিক কবি ও কবিতা’ (১৯৬৫), ‘সীমান্ত শিবিরে’ (১৯৬৭), ‘আর্ত শব্দাবলী’ (১৯৬৮), ‘আরো দুটি মৃত্যু’ (১৯৭০), ‘মূল্যবোধের জন্যে’ (১৯৭০), ‘যখন উদ্যত সঙ্গীন’ (১৯৭২), ‘সাহিত্য প্রসঙ্গ’ (১৯৭৩), ‘দক্ষিণের জানালা’ (১৯৭৪), ‘প্রতিবিম্ব’ (১৯৭৬), ‘বজ্রে চেরা অাঁধার আমার’ (১৯৭৬), ‘শোকার্ত তরবারী’ (১৯৮২) এবং ‘আমার ভেতরের বাঘ’ (১৯৮৩)। তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৭১) এবং একুশে পদক (১৯৮৪) সহ বিভিন্ন সম্মাননা লাভ করেন। ১৯৮৩ সালের ১ এপ্রিল তিনি মস্কোতে মৃত্যুবরণ করেন।
অবাক সূর্যোদয়– হাসান হাফিজুর রহমান কিশোর তোমার দুইহাতের তালুতে আকুল সূর্যোদয়রক্ত ভীষণ মুখমণ্ডলে চমকায় বরাভয়।বুকের…