
স্বাধীনতা তুমি-শামসুর রাহমান
স্বাধীনতা তুমিরবিঠাকুরের অজর কবিতা,অবিনাশী গান। স্বাধীনতা তুমিকাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানোমহান পুরুষ, সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা-স্বাধীনতা তুমিশহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা স্বাধীনতা তুমিপতাকা-শোভিত স্লোগান-মুখর ঝাঁঝালো মিছিল। স্বাধীনতা তুমিফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা তুমিরোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ…