কবিতার খাতা
প্রার্থনা-গোলাম মোস্তফা
প্রার্থনা-গোলাম মোস্তফা অনন্ত অসীম প্রেমময় তুমিবিচার দিনের স্বামী।যত গুণগান হে চির মহানতোমারি অন্তর্যামী। দ্যুলোক-ভূলোক সবারে…
জন্ম তারিখ: ১৮৯৭
জন্মস্থান: সাতক্ষীরা, খুলনা, ব্রিটিশ ভারত (বর্তমান বাংলাদেশ)
মৃত্যু: ১৩ অক্টোবর ১৯৬৪
সমাধি: ঢাকা, বাংলাদেশ
গোলাম মোস্তফা ছিলেন বাংলাদেশের মুসলিম রেনেসাঁসের অন্যতম প্রধান কবি, প্রাবন্ধিক ও অনুবাদক, যিনি বাংলা সাহিত্যে ইসলামী ভাবধারা এবং মুসলিম জাতীয়তাবোধের সার্থক প্রকাশ ঘটিয়েছেন।
তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন এবং পেশাগত জীবনে শিক্ষকতা ও সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন, পাশাপাশি বাংলা ভাষায় কুরআনের অনুবাদক হিসেবেও খ্যাতি অর্জন করেন।
তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘বিশ্বনবী’ , ‘নবীর প্রতি’ এবং ‘কাব্যে নবিজীবন’, যেখানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও গভীর আধ্যাত্মিকতা সমন্বিত হয়েছে।
গোলাম মোস্তফার কবিতায় ইসলামী আদর্শ, নৈতিক শিক্ষাবোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা প্রবলভাবে প্রতিফলিত, যা তাঁকে মুসলিম সমাজের সাংস্কৃতিক অগ্রদূত করে তুলেছে।
তিনি মুসলিম সাহিত্য সমাজের একজন সক্রিয় সদস্য ছিলেন এবং মুসলিম বাংলা সাহিত্যের আধুনিক পর্বের ভিত্তি গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
বাংলা একাডেমি পুরস্কারসহ নানা সম্মাননা অর্জনকারী এই কবি আজও ইসলামী ভাবধারার সাহিত্যে প্রণেতা হিসেবে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়।
প্রার্থনা-গোলাম মোস্তফা অনন্ত অসীম প্রেমময় তুমিবিচার দিনের স্বামী।যত গুণগান হে চির মহানতোমারি অন্তর্যামী। দ্যুলোক-ভূলোক সবারে…