কবিতার খাতা
সুদূরের পাখি-খন্দকার আশরাফ হোসেন
সুদূরের পাখি-খন্দকার আশরাফ হোসেন কী খুঁটছ সারা দিন অননন্তের পাখি?খুঁটছি যবের দানা, শস্যবীজ, খুঁটছি জীবন। কী খোঁজো…
জন্ম তারিখ: ৪ জানুয়ারি ১৯৫০
জন্মস্থান: জয়পুরহাট, রাজশাহী, পূর্ববঙ্গ (বর্তমান বাংলাদেশ)
মৃত্যু: ১৬ জুন ২০১৩
সমাধি: রাজাবাজার, ঢাকায় পারিবারিক কবরস্থান, বাংলাদেশ
খন্দকার আশরাফ হোসেন ছিলেন বাংলাদেশের আধুনিক কবিতার অন্যতম প্রধান পুরুষ, যিনি বিশেষভাবে প্রতীকবাদ, দার্শনিক ভাবনা ও কাব্যিক ঐশ্বর্যে বাংলা কবিতাকে সমৃদ্ধ করেছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেন এবং পরবর্তী জীবনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও ডিন হিসেবে দায়িত্ব পালন করেন।
তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘প্রবাহের শব্দ’, ‘পৃথিবীর বর্ণমালা আমার হৃদয়’, এবং ‘যে কবি বৃষ্টি চায়’ যেখানে ভাষার আড়ম্বরহীনতা, চিত্রময়তা ও গভীর জীবনবোধ একত্রে মিশে আছে।
খন্দকার আশরাফ হোসেনের কবিতায় বাংলার লোকজ ঐতিহ্য, সুফিবাদ এবং পাশ্চাত্য আধুনিক কবিতার প্রভাবের সম্মিলন দেখা যায়, যা তাঁকে ভিন্নমাত্রার কবি হিসেবে স্বীকৃতি দিয়েছে।
তিনি বাংলা একাডেমি পুরস্কার, জেমকন সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন সাহিত্য সম্মানে ভূষিত হন এবং কবিতা বিষয়ক সম্পাদকীয় কাজের মাধ্যমে নতুন প্রজন্মের কবিদের প্রেরণা যুগিয়েছেন।
তাঁর কবিতা আজও সমসাময়িক চিন্তাশীল পাঠকের কাছে গভীরতা ও নান্দনিকতার অনন্য দৃষ্টান্ত হিসেবে মূল্যায়িত হয়।
সুদূরের পাখি-খন্দকার আশরাফ হোসেন কী খুঁটছ সারা দিন অননন্তের পাখি?খুঁটছি যবের দানা, শস্যবীজ, খুঁটছি জীবন। কী খোঁজো…