কবিতার খাতা
ছবি-আবু হেনা মোস্তফা কামাল
ছবি-আবু হেনা মোস্তফা কামাল আপনাদের সবার জন্যে এই উদার আমন্ত্রণছবির মতো এই দেশে একবার বেড়িয়ে…
জন্ম তারিখ: ১৩ মার্চ ১৯৩৬
জন্মস্থান: গোবিন্দ গ্রাম, উল্লাপাড়া, সিরাজগঞ্জ, তৎকালীন ব্রিটিশ ভারত (বর্তমান বাংলাদেশ)
মৃত্যু: ২৩ সেপ্টেম্বর ১৯৮৯
সমাধি: প্রযোজ্য তথ্য পাওয়া যায়নি
আবু হেনা মোস্তফা কামাল ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশি কবি, গীতিকার, প্রাবন্ধিক, শিক্ষাবিদ ও সংস্কৃতি সংগঠক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন, উভয় ক্ষেত্রেই প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। পরবর্তীতে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তাঁর কর্মজীবন শুরু হয় পাবনার এডওয়ার্ড কলেজে অধ্যাপনার মাধ্যমে এবং পরবর্তীতে তিনি ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। তিনি বাংলা একাডেমি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘আপন যৌবন বৈরী’ (১৯৭৪), ‘যেহেতু জন্মান্ধ’ (১৯৮৪) এবং ‘আক্রান্ত গজল’ (১৯৮৮)। প্রবন্ধগ্রন্থের মধ্যে ‘শিল্পীর রূপান্তর’ (১৯৭৫), ‘দি বেঙ্গলি প্রেস অ্যান্ড লিটারারি রাইটিং’ (১৯৭৭) এবং ‘কথা ও কবিতা’ (১৯৮১) উল্লেখযোগ্য। তিনি ‘তুমি যে আমার কবিতা’, ‘অনেক বৃষ্টি ঝরে’, ‘নদীর মাঝি বলে’, ‘অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা’ ইত্যাদি গানের গীতিকার হিসেবেও খ্যাতি অর্জন করেন। তাঁর সাহিত্যকর্মের জন্য তিনি একুশে পদক (১৯৮৭) এবং সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার (১৯৯১) সহ বিভিন্ন সম্মাননা লাভ করেন। ১৯৮৯ সালের ২৩ সেপ্টেম্বর তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।
ছবি-আবু হেনা মোস্তফা কামাল আপনাদের সবার জন্যে এই উদার আমন্ত্রণছবির মতো এই দেশে একবার বেড়িয়ে…