কবিতার খাতা
যে শহরে আমি নেই আমি থাকবো না-আবিদ আজাদ
যে শহরে আমি নেই আমি থাকবো না-আবিদ আজাদ যে শহরে আমি নেই আমি থাকবো না…
জন্ম তারিখ: ১৬ নভেম্বর ১৯৫২
জন্মস্থান: চিকনিরচর, কিশোরগঞ্জ, বাংলাদেশ
মৃত্যু: ২২ মার্চ ২০০৫
সমাধি: প্রযোজ্য তথ্য পাওয়া যায়নি
আবিদ আজাদ ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশি আধুনিক কবি, সমালোচক ও সাহিত্য সম্পাদক। তাঁর প্রকৃত নাম ছিল হাবিবুর রহমান, তবে সাহিত্যজগতে তিনি ‘আবিদ আজাদ’ নামে পরিচিত ছিলেন। সত্তরের দশকে তাঁর কবিতার আবির্ভাব ঘটে, যা লিরিকধর্মী, চিত্রময় ও অনুচ্চকণ্ঠ বৈশিষ্ট্যে সমৃদ্ধ। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘ঘাসের ঘটনা’ (১৯৭৬) প্রকাশের সঙ্গে সঙ্গেই তিনি পাঠক ও সমালোচকমহলে দৃষ্টি আকর্ষণ করেন। তিনি ‘শিল্পতরু’ সাহিত্য পত্রিকার প্রকাশক ও সম্পাদক ছিলেন। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে ‘আমার মন কেমন করে’ (১৯৮০), ‘বনতরুদের মর্ম’ (১৯৮২), ‘শীতের রচনাবলি’ (১৯৮৩), ‘কবিতার স্বপ্ন’ (১৯৮৩), ‘আমার স্বপ্নের আগ্নেয়াস্ত্রগুলি’ (১৯৮৭), ‘ছন্দের বাড়ি ও অন্যান্য কবিতা’ (১৯৮৭), ‘তোমাদের উঠোনে কি বৃষ্টি নামে? রেলগাড়ি থামে?’ (১৯৮৮), ‘আমার কবিতা’ (১৯৮৯), ‘আরো বেশি গভীর কুয়াশার দিকে’ (১৯৯৩), ‘আমার অক্ষমতার গল্প’ (১৯৯৮), ‘খেলনাযুগ ও অন্য একুশটি কবিতা’ (২০০০), ‘রূপকথা’ (১৯৯৭), ‘কাকতাড়ুয়া’ (২০০০) এবং ‘আমেরিকা আমি তোমাকে কোনোদিন ক্ষমা করবো না’ (২০০৫)। তিনি বঙ্গবন্ধু সাহিত্য পুরস্কার (১৯৭৬), শহীদ জিয়া স্মৃতি পুরস্কার (১৯৮৩), আমি তুমি ও সে পুরস্কার (১৯৮৪), চারণ সাহিত্য পুরস্কার (১৯৮৬), আবুল হাসান স্মৃতি পুরস্কার (১৯৮৯), মাইকেল মধুসূদন একাডেমি পুরস্কার (১৯৯৪, পশ্চিমবঙ্গ) এবং ২০১৮ সালে মরণোত্তর সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার লাভ করেন। ২০০৫ সালের ২২ মার্চ ঢাকার শমরিতা হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
যে শহরে আমি নেই আমি থাকবো না-আবিদ আজাদ যে শহরে আমি নেই আমি থাকবো না…