সুফিয়া কামালের কবিতা

জন্ম তারিখ: ২০ জুন ১৯১১
জন্মস্থান: রাহাত মঞ্জিল, শায়েস্তাবাদ, বরিশাল, ব্রিটিশ ভারত (বর্তমান বাংলাদেশ)
মৃত্যু: ২০ নভেম্বর ১৯৯৯
সমাধি: আজিমপুর কবরস্থান, ঢাকা, বাংলাদেশ
সুফিয়া কামাল ছিলেন বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, লেখিকা, নারীবাদী ও আধুনিক বাংলাদেশের নারী প্রগতি আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব।
তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘সাঁঝের মায়া’ (১৯৩৮), ‘মায়া কাজল’ (১৯৫১), ‘উদাত্ত পৃথিবী’ (১৯৬৪) এবং ‘অভিযাত্রিক’ (১৯৬৯)।
তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৬২), একুশে পদক (১৯৭৬) এবং স্বাধীনতা দিবস পুরস্কার (১৯৯৭) সহ বহু সম্মাননা লাভ করেছেন।
তিনি ১৯৪৭ সালে ‘বেগম’ পত্রিকার প্রথম সম্পাদক নিযুক্ত হন এবং ১৯৬৯ সালে ‘মহিলা সংগ্রাম পরিষদ’ (বর্তমানে বাংলাদেশ মহিলা পরিষদ) গঠিত হলে তিনি তার প্রতিষ্ঠাতা-প্রধান নির্বাচিত হন।
তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬১ সালের রবীন্দ্রনাথের জন্মশতবর্ষ উদযাপন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
তাঁর সাহিত্যকর্ম ও সমাজসেবামূলক কর্মকাণ্ড তাঁকে বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

তাহারেই পরে মনে- সুফিয়া কামাল।

তাহারেই পরে মনে- সুফিয়া কামাল।

তাহারেই পরে মনে – সুফিয়া কামাল | বাংলা কবিতা সংগ্রহ ও বিশ্লেষণ তাহারেই পরে মনে…

সম্পুর্ণ পড়ুন তাহারেই পরে মনে- সুফিয়া কামাল।
পল্লী স্মৃতি - বেগম সুফিয়া কামাল

পল্লী স্মৃতি – সুফিয়া কামাল।

বহুদিন পরে মনে পড়ে আজি পল্লী ময়ের কোল,ঝাউশাখে যেথা বনলতা বাঁধি হরষে খেয়েছি দোলকুলের কাটার…

সম্পুর্ণ পড়ুন পল্লী স্মৃতি – সুফিয়া কামাল।