শতাব্দী রায়

শতাব্দী রায় (জন্ম: ৫ অক্টোবর ১৯৬৯) একজন ভারতীয় অভিনেত্রী, চিত্রপরিচালক ও রাজনীতিবিদ।[২] তিনি নব্বইয়ের দশকে বাণিজ্যিক বাংলা ছবির অন্যতম প্রধান মুখ ছিলেন। অভিনেত্রী হিসেবে তিনি দুবার বিএফজিএ সম্মানে ভূষিত হয়েছেন। ২০০৯ সাল থেকে তিনি পশ্চিমবঙ্গের বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সাংসদ।[৩][৪]

১৯৮৬ সালে তপন সিংহর আতঙ্ক ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে শতাব্দী রায়ের অভিনয় জীবনের অভিষেক হয়।[৫] এরপরে তাপস পালের বিপরীতে একাধিক বাংলা ছবিতে অভিনয় করে তিনি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান।[৬] তাঁর অভিনীত প্রথম হিন্দি ছবি জ‍্যোতি স্বরূপ পরিচালিত নয়া জহর (১৯৯১)।[৭]