কবিতার খাতা
অশোক বিজয় রাহা
জন্ম তারিখ: ১৪ নভেম্বর ১৯১০
জন্মস্থান: ঢাকা দক্ষিণ, শ্রীহট্ট (বর্তমান সিলেট, বাংলাদেশ)
মৃত্যু: ১৯ অক্টোবর ১৯৯০
সমাধি: প্রযোজ্য নয়
অশোকবিজয় রাহা একজন ভারতীয় বাঙালি কবি, প্রাবন্ধিক ও সমালোচক ছিলেন।
তিনি মুরারিচাঁদ কলেজ থেকে আই.এ. এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এম.এ. ডিগ্রি অর্জন করেন।
১৯৫১ সাল থেকে ১৯৭৪ সাল পর্যন্ত তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।
তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘ডিহাং নদীর বাঁকে’ (১৯৪১) প্রকাশিত হয় এবং পরবর্তীতে ‘রুদ্রবসন্ত’ (১৯৪১), ‘ভানুমতীর মাঠ’ (১৯৪২), ‘জলডম্বরু পাহাড়’ (১৯৪৫), ‘উড়োচিঠির ঝাঁক’ (১৯৫১), ‘যেথা এই চৈত্রের শালবন’ (১৯৬১), ‘ঘণ্টা বাজে’ (১৯৮১), ‘পর্দা সরে যায়’ (১৯৮১), ও ‘পৌষ ফসল’ (১৯৮৩) সহ একাধিক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
তাঁর কবিতায় প্রকৃতি, নদী, পাহাড় ও অরণ্যের চিত্রবহুল বর্ণনা বিশেষভাবে উল্লেখযোগ্য।
তিনি ‘জীবনানন্দের জগৎ’, ‘রবীন্দ্রনাথের জীবনদেবতা’, ‘গীতিকাব্যে রবীন্দ্রপ্রতিভার বৈশিষ্ট্য’, ‘পত্রাষ্টক’, ও ‘বাণীশিল্পী অবনীন্দ্রনাথ’ প্রভৃতি প্রবন্ধগ্রন্থ রচনা করেন।
১৯৯০ সালের ১৯ অক্টোবর শান্তিনিকেতনের ‘সুরাহা’ বাসভবনে তিনি পরলোকগমন করেন।