অমৃতলাল বসু

জন্ম তারিখ: ১৭ এপ্রিল ১৮৫৩
জন্মস্থান: বসিরহাট, পশ্চিমবঙ্গ, ভারত
মৃত্যু: ২ জুলাই ১৯২৯
সমাধি: কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
অমৃতলাল বসু ছিলেন উনিশ শতকের একজন বিশিষ্ট বাঙালি নাট্যকার, নাট্যসংগঠক ও অভিনেতা, যিনি বাংলা প্রহসন ও ব্যঙ্গনাটকের ধারায় নতুন মাত্রা যোগ করেছিলেন।
তাঁর রচিত নাটক ও প্রহসনসমূহ, যেমন ‘তিলতর্পণ’, ‘কালাপানি’, ‘বিমাতা’ এবং ‘বাবু’, সমসাময়িক সমাজের নানা অসঙ্গতি ও দ্বিচারিতাকে ব্যঙ্গ করে তীব্র সমালোচনা করেছে।
তিনি ‘রসরাজ’ উপাধিতে ভূষিত হন এবং বাংলা থিয়েটার আন্দোলনের অগ্রদূত হিসেবে ন্যাশনাল ও স্টার থিয়েটারের সঙ্গে যুক্ত থেকে নাট্যচর্চায় অসামান্য অবদান রাখেন।
তাঁর প্রহসন ও ব্যঙ্গনাটকগুলি আজও বাংলা নাট্যসাহিত্যে প্রাসঙ্গিক ও সমাদৃত।